কোচসিসে স্টুডেন্ট ফি ম্যানেজমেন্ট সর্বোচ্চ সহজ করা হয়েছে। যেকোনো শিক্ষার্থী ভর্তির সাথে সাথেই তার ভর্তি ফি এর একটি বিল স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যায়। একইভাবে যেসব কোর্সে মাসিকভিত্তিতে অর্থ নেয়া হয় সেসব কোর্সের কোনো ব্যাচের সব শিক্ষার্থীদের মাসিক ফি এর বিল এক ক্লিকেই তৈরি করা যায়। এই বিলগুলো শিক্ষার্থীরা তাদের নিজ নিজ একাউন্টে লগইন করে দেখতে পারেন। আর এসএমএস নোটিফিকেশন এনাবল করা থাকলে তাদের মোবাইলেও সাথে সাথে এসএমএস আকারে চলে যায়।
শিক্ষার্থীরা চাইলে একবারে কিংবা ধাপে ধাপে তাদের বিল পরিশোধ করতে পারেন। একজন শিক্ষার্থী বিল পরিশোধ করার সাথে সাথে তার নিজের পোর্টালে আপডেটেড হয়ে যায়, এসএমএস নোটিফিকেশন এনাবল করা থাকলে চলে যায় মোবাইলে। ফলে অর্থ লেনদেনে আসে সম্পূর্ণ স্বচ্ছতা।
বকেয়া বিলের জন্য শিক্ষার্থীদের মৌখিক তাগাদা দেয়ার প্রয়োজন পড়ে না কোচসিসের গ্রাহকদের। ব্যাচভিত্তিক যেসব শিক্ষার্থীর বকেয়া আছে তাদের বকেয়ার ব্যাপারে জানিয়ে দেয়ার জন্য আছে ডিউ নোটিফিকেশন এসএমএস পাঠানোর ব্যবস্থা।