কোচসিসে ব্যাচ অনুযায়ী ক্লাস শিডিউল তৈরি করা যায়। সেই শিডিউলে শিক্ষককে এসাইন করা যায়। ফলে সেই ব্যাচের শিক্ষার্থীরা এবং এসাইনকৃত শিক্ষক সকলেই নিজেদের ড্যাশবোর্ডে ক্লাস শিডিউলের পূর্ণ তালিকা ও সময় দেখতে পান। কোচসিস প্রিমিয়াম ইনস্ট্যান্স হলে শিক্ষকেরা তাদের ক্লাস শিডিউলের সাথে লাইভ ক্লাস নেয়ার আইকনটিও দেখতে পান এবং সেখানে ক্লিক করেই ক্লাসের সময় অনুযায়ী ক্লাস নিতে পারেন। যেহেতু যেকোনো একাডেমিতে একটি কোর্সের অধীনে সাধারণত একাধিক ব্যাচ থাকে এবং সে অনুযায়ী ক্লাস শিডিউলও ভিন্ন ভিন্ন হয়, তাই এটি একাডেমির প্ল্যানিং গুছিয়ে আনতে বেশ কাজে দেয়।