কোচসিস পৌঁছে গেছে
১৪
জেলায়
৭৩
প্রতিষ্ঠানে
১,০৫,১৭৫
শিক্ষার্থীর কাছে
*এই তথ্য সর্বশেষ আপডেট করা হয়েছে ২০ অক্টোবর, ২০২৩
যারা বেছে নিয়েছেন কোচসিস

পাইওনিয়ার

সমীকরণ

বিসিএস পরিক্রমা

কনসেপ্ট কমার্স কেয়ার

নেক্সটপ ইউএসএ

বেসিক টিউটরিয়াল হোম

রিফ্লেক্স মেডিকেল এডমিশন

সরনি কোচিং সেন্টার

সেঙ্গুইন +

সায়েন্স ফিলিক

সাকসেস প্লাস

পাঠ্যক্রম একাডেমিক এন্ড এডমিশন কেয়ার

রিজভী বায়োলজি

পেসমেকার

সোহান স্যার

ক্লাসরুম

ম্যাক্স পয়েন্ট

ফিজিক্স ওয়ার্ল্ড

ইংলিশ ট্র্যাক

লেটস লার্ন

এইস পয়েন্ট

রেমিডি টিচিং হোম

মেধা

বাঁশখালী কম্পিউটার একাডেমি

বড়ইতলী কম্পিউটার

এবিসি টিসিং

বুস্টআপ প্রাইভেট ক্যাডেট ব্যাচ

ক্যারিয়ার ক্যাডেট কোচিং

সোহান স্যার

সোহান স্যার

সোহান স্যার

সেন্টার অব বিজনেস স্টাডিস

ফান্ডামেন্টাল বিজনেস ইনস্টিটিউটার
কোচসিস প্রস্তুত আপনার চাহিদার সব ফিচার নিয়ে

সবার নিজস্ব একাউন্ট ও ড্যাশবোর্ড
- এডমিন একাউন্ট
- স্টাফ একাউন্ট
- শিক্ষক একাউন্ট
- শিক্ষার্থী একাউন্ট
ফিজিটাল এডটেক প্ল্যাটফর্ম
কোচসিস তৈরি করা হয়েছে ফিজিক্যাল কোচিং ও ডিজিটাল (অনলাইন ভার্চুয়াল) কোচিং দুটোকে সামনে রেখেই। আপনার কোচিং সেন্টারের সব কার্যক্রম আপনি অফলাইনে চালান কিংবা অনলাইনে চালান কিংবা দুই মাধ্যমেই চালান কিংবা কিছু অনলাইনে আর কিছু অফলাইনে চালান, সবকিছুর জন্যেই উপযোগী কোচসিস। আর তাই আমরা বলি কোচসিস একটি বিটুবি ফিজিটাল এডটেক প্ল্যাটফর্ম।
- ক্লাস নেয়া যায় অনলাইন অফলাইন
- ভর্তি নেয়া যায় অনলাইন অফলাইন
- লেকচার শিট দেয়া যায় অনলাইন অফলাইন
- টাকা নেয়া যায় অনলাইন অফলাইন
- নোটিশ দেয়া যায় অ্যাপ এ, এসএমএস এ, মেইলে


ভর্তি ব্যবস্থাপনা
কোচসিস আপনার ভর্তি কার্যক্রমকে করবে সহজতর। শিক্ষার্থীরা অনলাইনেই আবেদন করতে পারবে। আর আপনার কাজ হবে শুধু এপ্রুভ বা রিজেক্ট করা। আবার আপনি নিজেও চাইলে সব তথ্য দিয়ে ভর্তি করাতে পারবেন।
- কোচসিসে ভর্তির সাথে সাথে তৈরি হয়ে যাবে স্টুডেন্ট একাউন্ট
- ভর্তির সাথে সাথে কোর্সের ভর্তি ফি অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যাবে বিল
- নোটিফিকেশনে এসএমএস ও ইমেইল ইভেন্ট একটিভ করা থাকলে ভর্তির নোটিফিকেশন ও একইসাথে বিলের নোটিফিকেশন
- অনলাইন শিক্ষার্থী ভর্তি আবেদন
- কোন কোর্সে অনলাইন আবেদন গ্রহণ করবেন সেটা নির্ধারণ
- সহজেই অনলাইনে আবেদনে ব্যবহারের জন্য কিউআর কোড তৈরি
- আবেদন এপ্রুভ করার সাথে সাথে শিক্ষার্থীর একাউন্ট তৈরি ও বিল জেনারেশন
- ভর্তি আবেদনের জন্য প্রয়োজনীয় যেকোনো সংখ্যক কাস্টম ফিল্ড তৈরি
- ভর্তি আবেদন এর বর্তমান অবস্থা (পেন্ডিং, এপ্রুভড, রিজেক্টেড) আবেদনকারীদের অনলাইনে চেক করার সুযোগ
- ভর্তি আবেদন করার পর ফর্মটি প্রিন্ট ও ডাউনলোড করে রাখার সুযোগ
- ভর্তি আবেদনে পেমেন্ট নেয়ার ব্যবস্থা
- পেমেন্ট সিস্টেম এক্টিভেটেড থাকলে আবেদন করার পর ভর্তি ফর্মে সেই পেমেন্ট ট্রানজেকশন আইডি শো হওয়া
- অনলাইন আবেদনের সময় ভর্তি ফি এর কত শতাংশ পে করবে সেটা নির্ধারণ এর সুযোগ
- ভর্তির আবেদন করার সাথে সাথে এসএমএস ও ইমেইলে আবেদনকারীর কাছে নোটিফিকেশন
নোটিফিকেশন
কোচসিসের প্রায় ২০টিরও বেশি ইভেন্টের সাথে ইন্টিগ্রেট করা আছে এসএমএস ও ইমেইল নোটিফিকেশন। অনলাইনে লাইভ ক্লাস শুরু হওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাওয়ার মত ফিচার থেকে শুরু করে শিক্ষার্থীদের ভর্তি, পেমেন্ট, পরীক্ষার মার্ক কিংবা নোটিশেও চলে যাবে নোটিফিকেশন। শুধু তা-ই নয়, চাইলে সেসব নিজেদের মত করে কাস্টোমাইজ করে নেয়ার সুযোগও আছে এখানে।
- এসএমএস নোটিফিকেশন
- ফ্রি ইমেইল নোটিফিকেশন
- নোটিফিকেশনের লেখা ও বিষয় কাস্টমাইজেশনের সুযোগ
- শিক্ষার্থী ও অভিভাবক উভয়েই পাবেন নাকি যেকোনো একজন পাবেন সেটা নির্ধারণের ব্যবস্থা
- শুধু উপস্থিতি বা শুধু অনুপস্থিতিতে বা উভয়েই নোটিফিকেশন যাবে কিনা সেটা নির্ধারণের ব্যবস্থা


এক ক্লিকেই যত কাজ
কোচসিসের মূল লক্ষ্য আপনার প্রতিদিনের কাজের ঝামেলা কমানো যাতে আপনি আরো বেশি সময় দিতে পারেন আপনার কোচিং এর গুণগত মান উন্নয়নে। আর তাই অনেক সময়ক্ষেপণকারী কাজই হয়ে যায় এক ক্লিকে।
- এক ব্যাচের সব শিক্ষার্থীর বিল তৈরি করা
- এক ব্যাচের বকেয়া থাকা সব শিক্ষার্থীকে ডিজেবল করা
- বকেয়া থাকা শিক্ষার্থীদের নোটিফিকেশন (এসএমএস, ইমেইল) পাঠানো
- এক ব্যাচের সব শিক্ষার্থীকে দৈনিক উপস্থিতি নোটিফিকেশন পাঠানো
- এক্সামের সব শিক্ষার্থীর রেজাল্ট পাঠানো
পরীক্ষার ফলাফল
কোন পরীক্ষায় কে কত পেলো সেটা প্রত্যেকের একাউন্টে চলে যাবে মুহূর্তেই। প্রত্যেকেই যার যার ফলাফল দেখতে পাবে। আর নোটিফিকেশনে এই ইভেন্ট এনাবল থাকলে তো কথাই নেই। চলে যাবে যার যার মোবাইল নাম্বারে ও ইমেইলেও। সেখানে শিক্ষার্থীর নিজের মার্ক, সর্বোচ্চ মার্ক, তার মেধাতালিকায় অবস্থানের উল্লেখও থাকবে।
- ব্যাচভিত্তিক পরীক্ষা
- স্বয়ংক্রিয়ভাবে মেধাতালিকাসহ রেজাল্ট
- স্বয়ংক্রিয় লিডারবোর্ড
- ব্যাচে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ড্যাশবোর্ডে তার ব্যাচের লিডারবোর্ড দেখার সুযোগ
- স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষায় মোট উপস্থিতি অনুপস্থিতি সংখ্যা বের হওয়া
- স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষার সর্বোচ্চ মার্ক বের হওয়া ও নোটিফিকেশনে শিক্ষার্থীর মার্ক এর সাথে স্বয়ংক্রিয়ভাবে উল্লেখ করার সুযোগ
- পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের নোটিফিকেশন পাঠানো বা না পাঠানো


লাইভ ইন্টারএক্টিভ ক্লাস
কোচসিস এর ‘লাইভ ক্লাস’ ফিচার এর মাধ্যমে এখন আর ক্লাসরুমের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না পাঠদান। বিশ্বের যেকোনো প্রান্তে থাকা যে কেউই আপনার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হওয়ার সুযোগ পাবে। ইন্টারএকটিভ ক্লাসগুলোতে শধু দেখাই নয়, তারা কথাও বলতে পারবে। সাথে চলবে লাইভ চ্যাট। নেই লিংক বা পাসওয়ার্ড শেয়ারের ঝামেলা। ক্লাস শুরুর সাথে সাথেই শিক্ষার্থীরা তাদের ড্যাশবোর্ডে দেখতে পাবে ক্লাসে জয়েন করার লিংক।
- লাইভ ক্লাস শুরুর সাথে সাথে এসএমএস ও ইমেইল নোটিফিকেশন
- আনলিমিটেড লাইভ ক্লাস ডিউরেশন
- আনলিমিটেড কনকারেন্ট লাইভ ক্লাস
- লাইভ ক্লাসে অংশ নিলে স্বয়ংক্রিয়ভাবে শিক্ষার্থী উপস্থিতির তালিকা চলে আসা
- বিল্ট ইন লাইভ ক্লাস প্ল্যাটফর্মের বাইরে জুম, গুগল মিট সহ যেকোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে কোচসিসের শিক্ষার্থীদের লাইভ ক্লাস নেয়ার সুযোগ
আনলিমিটেড যত কিছু!
কোচসিস চায় আনলিমিটেড সম্ভাবনা তৈরি করে আপনার কোচিং গড়ে তুলতে ভূমিকা রাখতে
- কোর্স
- ব্যাচ
- এডমিন
- শিক্ষক
- স্টাফ
- ডিএক্টিভেটেড স্টুডেন্ট

- নোটিশ
- কোর্স ম্যাটেরিয়াল
- লাইভ ক্লাস
- লাইভ ক্লাস ডিউরেশন
- কনকারেন্ট লাইভ ক্লাস
- ক্লাস শিডিউল
- পরীক্ষার ফলাফল
- বিল/ ভাউচার
- কাস্টম ফিল্ড
- একাউন্টস হেড/ খাত

ব্যাচভিত্তিক যত কাজ
যেকোনো কোচিং সেন্টারে প্রতিটি কোর্সের আওতায় থাকে এক বা একাধিক ব্যাচ। কোচসিস কাজ করে এই ব্যাচের আওতায় থাকা সব কার্যক্রম এক সুতায় গেঁথে নিতে।
- কোর্সের আওতায় আনলিমিটেড ব্যাচ তৈরি
- ব্যাচভিত্তিক গিফট প্রদান এর ব্যবস্থা
- ব্যাচভিত্তিক পরীক্ষার ফলাফল প্রদান
- ব্যাচভিত্তিক লিডারবোর্ড
- লেকচারশিট শেয়ার
- আনলিমিটেড ক্লাস শিডিউল
- ব্যাচভিত্তিক শিক্ষার্থীদের বকেয়ার তালিকা
- ব্যাচভিত্তিক বকেয়া শিক্ষার্থীদের কাছে এক ক্লিকে নোটিফিকেশন পাঠানো
- ব্যাচভিত্তিক বকেয়া থাকা সব শিক্ষার্থীদের একাউন্ট এক ক্লিকে ডিএক্টিভ করে দেয়া
- ব্যাচভিত্তিক আয় এর বিস্তারিত রিপোর্ট
- ব্যাচভিত্তিক ক্লাস শিডিউলে উপস্থিতি
- ব্যাচভিত্তিক দৈনিক উপস্থিতি
- শিক্ষার্থীদের ব্যাচ ট্রান্সফারের সুযোগ
শিক্ষার্থী উপস্থিতি
লাইভ ক্লাসে শিক্ষার্থীরা অংশ নিলে তাদের উপস্থিতি স্বয়ংক্রিয়ভাবে নিয়ে নিবে কোচসিস। আর সাধারণ অফলাইন ক্লাসের ক্ষেত্রে কোনো এটেন্ডেন্স ডিভাইসের সাহায্য ছাড়াই সরাসরি কোচসিস থেকেই নেয়া যাবে প্রতিটা ক্লাসের উপস্থিতি যা আবার সাথে সাথে অভিভাবকের কাছে মোবাইল এসএমএস এর মাধ্যমে পাঠানোর সুযোগ। শুধু দৈনিক উপস্থিতিই নয়, মাসিক উপস্থিতির পূর্নাংগ রিপোর্টও এসএমএস-এ পাঠানোর সুযোগ আছে। আর শিক্ষার্থী বা অভিভাবক নিজের একাউন্টে লগইন করে যেকোনো সময়ের উপস্থিতির তথ্য দেখার সুযোগ তো আছেই।
- দৈনিক উপস্থিতি
- ক্লাস শিডিউল ভিত্তিক উপস্থিতি
- এটেন্ডেন্স ডিভাইসের সাহায্যে উপস্থিতি
- উপস্থিতির নোটিফিকেশন এসএমএস ও মেইলে পাঠানো


শিক্ষার্থীদের জন্য কোচসিস
ভর্তির সাথে সাথেই শিক্ষার্থীদের নিজস্ব একাউন্ট তৈরি হয়ে যাবে।
- ক্লাস শিডিউল ড্যাশবোর্ডে দেখার সুযোগ
- পরীক্ষার শিডিউল ড্যাশবোর্ডে দেখার সুযোগ
- নোটিশ ড্যাশবোর্ডে দেখার সুযোগ
- কোর্স ম্যাটেরিয়াল শেয়ার করলে সেটা পড়ার সুযোগ
- ব্যাচ ট্রান্সফারের সুযোগ
- সমস্ত বিল/ভাউচারের বিস্তারিত ও আপডেট ড্যাশবোর্ডে দেখার সুযোগ
- কিউআর কোডভিত্তিক স্মার্ট আইডি কার্ড
- পরীক্ষার ফলাফল সরাসরি ড্যাশবোর্ডে
- ব্যাচে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ড্যাশবোর্ডে তার ব্যাচের লিডারবোর্ড দেখার সুযোগ
- ব্যাচে গিফট থাকলে সেটা পেয়েছে কি পায়নি, পেলে কবে পেলো তা জানার সুযোগ
- গিফট এর বাইরেও যে কোনো পণ্য কোচিং সেন্টার থেকে দিলে সেগুলোর পূর্ণ তালিকা
- সরাসরি এডমিন বা স্টাফদের সাথে ইন্টারনাল লাইভ চ্যাট
অফিস স্টাফদের জন্য কোচসিস
কোচসিসে স্টাফদের জন্য একান্ত নিজস্ব টিচার্স পোর্টাল আছে। কোচসিস ব্যবহারকারী কোনো একাডেমির একজন স্টাফ তার একাউন্টে লগইন করে স্টাফ পোর্টালে তার কাজ সম্পর্কিত সব তথ্য এক জায়গায় পাবেন।
- স্টাফদের জন্য প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পারমিশন গ্রুপ সেট করতে পারা
- মাসিক সেলারি সহ যেকোনো বিল ড্যাশবোর্ডে দেখার সুযোগ
- শুধুমাত্র স্টাফ বা নির্দিষ্ট পারমিশন গ্রুপে থাকা স্টাফদের জন্য দেয়া নোটিশ দেখার সুযোগ
- স্টাফদের জন্য যেকোনো কাস্টম ফিল্ড তৈরির সুযোগ
- প্রতিষ্ঠান থেকে যেকোনো পণ্য সরবরাহ করা হলে তার পূর্ণ তালিকা দেখার সুযোগ


শিক্ষকদের জন্য কোচসিস
কোচসিসে শিক্ষকদের জন্য একান্ত নিজস্ব টিচার্স পোর্টাল আছে। কোচসিস ব্যবহারকারী কোনো একাডেমির একজন শিক্ষক তার একাউন্টে লগইন করে টিচার্স পোর্টালে তার সম্পর্কিত সব তথ্য এক পলকে দেখে নিতে পারেন।
- ক্লাস শিডিউলে শিক্ষকদের এসাইন করার সুযোগ
- এসাইন করা ক্লাস শিডিউল শিক্ষকদের ড্যাশবোর্ডে চলে আসা
- এসাইন করা ক্লাস শিডিউলে উপস্থিতি নেয়ার সুযোগ
- এসাইন করা ক্লাস শিডিউলে অনলাইন লাইভ ক্লাস নিলে স্বয়ংক্রিয়ভাবে শিক্ষার্থী উপস্থিতির তালিকা চলে আসা
- শিক্ষকদের ক্লাস এসাইন করার সময়েই ক্লাস ভিত্তিক বিল স্বয়ংক্রিয়ভাবে তৈরি
- শুধুমাত্র শিক্ষকদের জন্য দেয়া নোটিশ দেখার সুযোগ
- মাসিক সেলারি সহ যেকোনো বিল ড্যাশবোর্ডে দেখার সুযোগ
- প্রতিষ্ঠান থেকে যেকোনো পণ্য সরবরাহ করা হলে তার পূর্ণ তালিকা দেখার সুযোগ
- শিক্ষকদের জন্য যেকোনো কাস্টম ফিল্ড তৈরির সুযোগ
কোর্স ম্যাটেরিয়াল শেয়ার
লেকচার শিটসহ যেকোনো কোর্স ম্যাটেরিয়াল এখন পড়া যাবে অনলাইনেই। কোর্স এবং ব্যাচ অনুযায়ী ওয়ার্ড বা ইমেজ বা পিডিএফ ফরম্যাটে আপ করে রাখা যাবে আর সে অনুযায়ী শিক্ষার্থীরা তাদের একাউন্টে লগইন করে পড়ার কিংবা ডাউনলোড করে নেয়ার সুযোগ পাবে।
- কোর্স বা ব্যাচভিত্তিক বা সব শিক্ষার্থীর জন্য উন্মুক্তভাবে কোর্স ম্যাটেরিয়াল শেয়ার করার সুযোগ
- শিক্ষার্থীরা নিজেদের একাউন্টে লগিন করে কোর্স ম্যাটেরিয়াল পড়ার বা ডাউনলোড করার সুযোগ
- ফাইল ফরম্যাট সাপোর্ট - pdf, doc, docx, odt, xls, xlsx, jpeg, jpg, png
- ভর্তি হওয়ার পর চাইলে ভর্তি-তথ্যের প্রিন্ট অভিভাবক বা শিক্ষার্থীকে দেয়ার সুযোগ


ক্লাস শিডিউল
কোন দিন কোন ব্যাচের কোন ক্লাস তা আর বারবার বলার দরকার পড়বে না। এডমিন একবার ক্লাস শিডিউল তৈরি করে রাখলেই যেকোনো শিক্ষার্থী লগইন করে তার নিজের ব্যাচের শিডিউল দেখে নিতে পারবেন। শিক্ষকও চাইলে দেখে নিতে পারবেন তাকে কোন কোন ব্যাচের কী কী ক্লাসে কখন এসাইন করা হয়েছে।
- ব্যাচভিত্তিক ক্লাস শিডিউল সেট করার অপশন
- ক্লাস শিডিউলে শিক্ষকদের এসাইন করার সুযোগ
- শিক্ষক এসাইন করার সময় তাদের ফি এড করার অপশন
- শিডিউল তৈরির সাথে সাথে লাইভ ক্লাসের সবকিছুই তৈরি হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে
- ক্লাস শিডিউলভিত্তিক শিক্ষার্থী উপস্থিতি
স্টক ম্যানেজমেন্ট
প্রতিষ্ঠানের ব্যবহার্য জিনিসপত্র থেকে শুরু করে শিক্ষার্থীদের জন্য দেয়া উপহার সামগ্রী ও বিক্রয়ের জন্য পণ্য সব কিছুরই স্টক রাখা যায় কোচসিসে। দেখা যায় কখন কত টাকায় কত পরিমাণ কেনা হয়েছিলো, কবে কতটুকু ব্যবহার করা হয়েছিলো, কবে কতটুকু বিক্রি করা হয়েছিলো, বর্তমান পরিমাণ – সবকিছুই।
- পণ্য ক্রয় করার সময় এর ক্রয়মূল্য ও পরিমাণ এর হিসেব রাখার ব্যবস্থা
- পণ্য ক্রয়ে ডিসকাউন্ট রাখার সুযোগ
- পণ্য ক্রয়ের ভাউচার এন্ট্রি করার পর ধাপে ধাপে বিল পে করার অপশন
- পণ্য ক্রয়ের সাথে সাথে স্টকে যোগ হয়ে যাওয়া
- গিফট প্রদান ও এর স্টক ব্যবস্থাপনা

- শিক্ষার্থীসহ যেকোনো ব্যক্তির কাছে পণ্য বিক্রয় এর পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা
- অভ্যন্তরীণ পণ্য সরবরাহ ব্যবস্থাপনা
- পণ্য বিক্রয় বা প্রদান বা ব্যবহারের সাথে সাথে স্টক থেকে স্বয়ংক্রিয়ভাবে হ্রাস পাওয়া
- প্রতিটি পণ্য কখন কত মূল্যে কেনা হলো, কখন কত মূল্যে বিক্রি হলো, কখন কার কাছে উপহার দেয়া হলো, কখন কী পরিমাণ কাকে প্রদান করা বা ব্যবহার করা হলো এর পূর্ণ রিপোর্ট

আয়-ব্যয় ব্যবস্থাপনা
কে কোন কোর্সে ভর্তি হওয়ার সময় ভর্তি ফি কত দিয়েছিলো, কত বাকি ছিল, পরে কত ধাপে কত টাকা দিয়েছে। আবার মাসিক বেতন হলে সেখানেও কোন মাসে কে কত দিয়েছিলো, টোটাল ডিউ এখন কত, তার একেবারে পুঙ্খানুপুঙ্খ হিসাব থাকবে এখানে। শিক্ষার্থীরা চাইলে তাদের একাউন্টে লগইন করে তাদের নিজেদের হিসেব দেখে নিতে পারবেন। সুতরাং, আর ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না। শুধু তা-ই না, শিক্ষকেরাও কে কোন ক্লাসের জন্য কত পেতেন, মোট কত পাওনা ছিল, আর পেয়েছেন কত সেসবও শিক্ষকেরা তাদের নিজেদের একাউন্টে লগইন করে দেখতে পাবেন। এমন কোনো কিছু কোনো কোচিং বা ট্রেনিং সেন্টার কর্তৃপক্ষ ভাবেনি আগে!
- আয় বা ব্যয় বা উভয় ধরনের হেড/খাত তৈরি করা
- শিক্ষার্থী বহির্ভূত অন্য যেকোনো আয় থাকলে সেটাও আয়ের খাত তৈরির সময় নির্ধারণ করার সুযোগ
- রিকারিং বা নির্দিষ্ট সময় পরপর আসে এমন হেড বা খাত তৈরি করতে পারা, যেমন মাসিক বা বার্ষিক আয় বা ব্যয় এর খাত
- যেকোনো আয় বা ব্যয় এর ভাউচারে পুরো বিল একসাথে বা ধাপে ধাপে দেয়ার সুযোগ
- শিক্ষার্থীদের বিল তৈরি হলে ও বকেয়া থাকলে ব্যাচ ট্রান্সফার হওয়ার পরেও অন্য ব্যাচে গিয়ে বিল পে করতে পারার সুযোগ
- যেকোনো ভাউচারের বিল পে করার সময় চাইলে নোট লেখার সুযোগ
- ভর্তির সময়েই চাইলে মাসিক ফি-তে কোনো শিক্ষার্থীর জন্য বিশেষ ছাড় রাখতে পারা
- পণ্য ও সেবা উভয়ের ব্যয় ব্যবস্থাপনা
- আয় ও ব্যয় এর ভাউচার প্রিন্টের জন্য নিজস্ব হেডার আপলোডের সুযোগ
- শিক্ষার্থীদের বিলের ভাউচার প্রিন্টে কিউআর কোড, যেটা স্ক্যান করলে সরাসরি সেই বিলের পেজে চলে যেতে পারবেন ব্যবহারকারীরা
বিস্তারিত রিপোর্ট
আয় ব্যয় এর রিপোর্টের মধ্যেই সীমাবদ্ধ নেই রিপোর্ট মডিউল। দেখা যাবে প্রতিটা শিক্ষার্থীর বিস্তারিত অর্থনৈতিক, ফলাফল, উপস্থিতি ও ব্যক্তিগত তথ্য। পাশাপাশি আছে শিক্ষক ও কর্মচারিদের প্রত্যেকের বিস্তারিত রিপোর্ট। এসএমএস এর বিস্তারিত রিপোর্টও আছে। আছে সার্ভারের ব্যবহৃত স্পেসের রিপোর্টও।
- যেকোনো নির্দিষ্ট সময়ে কোর্স ও ব্যাচভিত্তিক আয় ও বকেয়ার বিস্তারিত স্ন্যাপশট রিপোর্ট যেটা খাতভিত্তিক সব ট্রানজেকশন দেখায় এবং সেটা এক্সেলে ডাউনলোডের সুযোগও আছে
- দৈনিক খাতভিত্তিক ও ব্যাচভিত্তিক আয়-ব্যয় এর ভাউচারভিত্তিক বিস্তারিত রিপোর্ট
- ব্যাচভিত্তিক তৈরি হওয়া ভাউচারের ভেতর থেকে যাওয়া বকেয়া ভাউচার রিপোর্ট, খাতভিত্তিক ফিল্টার করেও দেখার সুযোগ

- প্রতিটি ফাইন্যান্সিয়াল রিপোর্ট প্রিন্ট করার সুযোগ
- ব্যাচভিত্তিক দৈনিক উপস্থিতি রিপোর্ট
- ব্যাচভিত্তিক ক্লাস শিডিউল উপস্থিতি রিপোর্ট
- যেকোনো শিক্ষার্থীর যেকোনো নির্দিষ্ট সময়ে দৈনিক উপস্থিতি রিপোর্ট
- যেকোনো শিক্ষার্থীর যেকোনো নির্দিষ্ট সময়ে ক্লাস শিডিউল উপস্থিতি রিপোর্ট
- ব্যাচভিত্তিক পরীক্ষার ফলাফল এর রিপোর্ট
- ব্যাচভিত্তিক লিডারবোর্ড রিপোর্ট
- যেকোনো শিক্ষার্থীর যেকোনো নির্দিষ্ট সময়ে পরীক্ষার ফলাফল এর রিপোর্ট
- শিক্ষার্থীদের যার যার জন্য জেনারেট হওয়া ভাউচার এক জায়গায় দেখার সুযোগ
- শিক্ষকদের যার যার জন্য জেনারেট হওয়া ভাউচার এক জায়গায় দেখার সুযোগ
- স্টাফদের যার যার জন্য জেনারেট হওয়া ভাউচার এক জায়গায় দেখার সুযোগ

ডিজিটাল মার্কেটিং
- ফেসবুক পিক্সেল ইন্টিগ্রেশন
- গুগল এনালিটিক্স ইন্টিগ্রেশন
- এসএমএস প্রমোশনাল ক্যাম্পেইন
- এসএমএস ক্যাম্পেইন ক্যাটাগরি - এখানে টার্গেট ক্লায়েন্টের ফোন নাম্বার ও নাম এন্ট্রি করা যায় যাতে করে এসএমএস মার্কেটিং এর সময় সেই নির্দিষ্ট ক্যাটাগরির ফোন নাম্বারেই এসএমএস পাঠানো যায়।
সাপোর্ট
- ইনস্ট্যান্ট হোয়াটসঅ্যাপ চ্যাট সাপোর্ট
- ফেসবুক পেজ ম্যাসেঞ্জার সাপোর্ট
- নোটিফিকেশনে এসএমএস ও ইমেইল ইভেন্ট একটিভ করা থাকলে ভর্তির নোটিফিকেশন ও একইসাথে বিলের নোটিফিকেশন
- ভর্তি হওয়ার পর চাইলে ভর্তি-তথ্যের প্রিন্ট অভিভাবক বা শিক্ষার্থীকে দেয়ার সুযোগ


এন্ড্রয়েড অ্যাপ
- রেগুলার, প্রিমিয়াম প্যাকেজ এর পাশাপাশি ফ্রি প্ল্যান ব্যবহারকারীদের জন্যেও এন্ড্রয়েড অ্যাপ
- এক অ্যাপ থেকে একাধিক প্রতিষ্ঠানের কোচসিসে লগইন থাকার ও প্রয়োজনমত সুইচ করার সুযোগ
- এড্রেস টাইপ করে বা কিউআর কোড স্ক্যান করে যার যার কোচসিস একাউন্টে লগিন করার সুযোগ
- ভর্তি হওয়ার পর চাইলে ভর্তি-তথ্যের প্রিন্ট অভিভাবক বা শিক্ষার্থীকে দেয়ার সুযোগ
ব্র্যান্ডিং
ব্র্যান্ডিং এর মত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের দেশে ছোট ও মাঝারি প্রতিষ্ঠানে প্রায়ই অবহেলা করা হয়, আমরা সেখানেও সমান নজর রেখেছি।
- কোচসিসের লগিন পেজে কোচিং সেন্টারের নাম ও লোগো
- কোচসিসের প্রতিটা ইমেইল নোটিফিকেশনে কোচিং সেন্টারের নাম ও লোগোর ব্র্যান্ডিং
- কোচসিসে জেনারেটেড হওয়া প্রতিটা কিউআর কোডে কোচিং সেন্টারের লোগোর ব্র্যান্ডিং
- অনলাইন ভর্তি ফরমে কোচিং সেন্টারের নাম ও লোগোর ব্র্যান্ডিং
- আয় ও ব্যয় এর ভাউচার প্রিন্টের জন্য নিজস্ব হেডার আপলোড করে ব্র্যান্ডিং এর সুযোগ

- কোচিং এর সব ধরনের প্রমোশনাল ম্যাটেরিয়ালে অনলাইনে লগইনের বা আবেদনের ব্র্যান্ডেড কিউআর কোড দেয়ার সুযোগ, যেটায় কেউ স্ক্যান করলে আবার ফেসবুক পিক্সেল বা গুগল এনালিটিক্সে সেটা ট্র্যাক করার সুযোগ
- কোচিং এর সব ধরনের প্রমোশনাল ম্যাটেরিয়ালে কৃতি শিক্ষার্থীদের স্মার্ট আইডির ব্র্যান্ডেড কিউআর কোড দেয়ার সুযোগ, যা স্ক্যান করে মানুষেরা শিক্ষার্থীদের ভর্তি তথ্য দেখতে পারবে, এতে করে প্রতিষ্ঠানের সাফল্যের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়বে বহু গুণে

অন্যান্য
- জন্মদিনের স্বয়ংক্রিয় শুভেচ্ছা
- অনলাইন পেমেন্ট গেটওয়ে
- মুদ্রা/ কারেন্সি সেট করার সুযোগ
- শিক্ষার্থী ও শিক্ষকের প্রোফাইল যার যার একাউন্ট থেকে এডিট করার অনুমতি দেয়া বা না দেয়া
- ভর্তির পূর্বে নেয়া পরীক্ষায় অংশ নিতে দেয়া বা না দেয়া, ভর্তির পূর্বে শেয়ার করা কোর্স ম্যাটেরিয়াল দেখতে দেয়া বা না দেয়া, ভর্তির পূর্বের ক্লাস শিডিউল দেখতে দেয়া বা না দেয়ার অপশন
- ডেডিকেটেড নিজস্ব ওয়েবসাইট
কোচসিস আপনার কষ্ট বুঝে, তাই...

ফ্রি প্ল্যান ব্যবহার এর সুযোগ আজীবনের জন্য
কোচসিসের ফ্রি প্ল্যান কিন্তু সাময়িক ফ্রি ট্রায়াল নয়, এটি আজীবনের জন্যেই ফ্রি ব্যবহার করতে পারার মত প্ল্যান। যদি স্টুডেন্ট লিমিট ক্রস না করে, তাহলে যেকোনো কোচিং সেন্টার আজীবনের জন্যেই ফ্রি প্ল্যান ব্যবহার করতে পারবে নিশ্চিন্তে।

শুধুমাত্র এক্টিভ স্টুডেন্ট একাউন্ট হয় কাউন্ট!
কোচসিস এর প্ল্যানের অন্যতম প্রধান লিমিট শিক্ষার্থী সংখ্যা। সেখানেও শুধু হিসেব করা হয় আপনার এক্টিভ স্টুডেন্টদের। যেসব স্টুডেন্ট আপনার কোচিং সেন্টারে এখন নেই, তাদের একাউন্ট ডিএক্টিভ করে দিলেই তাদেরকে আর হিসেবে ধরবে না কোচসিস! তার মানে আজীবন ধরেই সব স্টুডেন্টদের ডাটা আপনি রেখে দিতে পারেন। আর সেসবের জন্যেও কোনো টাকাই দিতে হচ্ছে না আক্ষরিক অর্থেই।

একজন স্টুডেন্ট এর একাধিক এডমিশনকে এক হিসেব করা!
শুধু এক্টিভ স্টুডেন্টকেই যে হিসেব করা হয় তা নয়, কোচসিস একজন স্টুডেন্ট এর মাল্টিপল এডমিশনকেও একজন স্টুডেন্ট হিসেবেই ধরে। তার মানে একজন স্টুডেন্ট যদি আপনার কোচিং সেন্টারে পাঁচটি আলাদা কোর্সেও ভর্তি হয়, তাহলে সেখানে কাউন্ট করা হবে শুধু ঐ স্টুডেন্টকেই অর্থাৎ পাঁচ নয়, এক।

আনলিমিটেড এডমিন, টিচার, স্টাফ একাউন্ট
কোচসিস যে শুধুমাত্র এক্টিভ স্টুডেন্টদের লিমিট কাউন্ট করে, আর ডিএক্টিভেটেড স্টুডেন্টদের সব ডাটা সম্পূর্ণ ফ্রিতে রাখতে দেয়, তা-ই নয়। বরং ইচ্ছে মতো এডমিন একাউন্ট, টিচার একাউন্ট, স্টাফ একাউন্টও তৈরি করতে দেয়। এবং কোনো কোচসিস প্ল্যানেই এদের কোনো লিমিট রাখা হয়নি। এমনকি ফ্রি প্ল্যানেও এই লিমিট নেই!

আনলিমিটেড কোর্স আর ব্যাচ
কোর্স সংখ্যা, ব্যাচ সংখ্যা সবই আনলিমিটেড করা যায় কোচসিসে, এমনকি ফ্রি প্ল্যানেও। আপনি চাইলে যেকোনো সংখ্যক কোর্স তৈরি করতে পারেন, ব্যাচ পড়াতে পারেন। কোচসিস চায় আপনার কোচিং সেন্টার বড় হয়ে উঠুক বিধিনিষেধ এর বেড়াজাল ছিঁড়ে।

সম্পূর্ণ ফ্রি ইমেইল নোটিফিকেশন
প্রতিটা ইভেন্টের সাথেই এসএমএস আর ইমেইল ইন্টিগ্রেট করা আছে কোচসিসে। আর সবগুলো ইমেইলই সম্পূর্ণ ফ্রি। অর্থাৎ আপনার কোচিং সেন্টারের স্টুডেন্টদের নোটিশ দিন বা রেজাল্ট দিন কিংবা পেমেন্ট এর নোটিফিকেশন দিন। এর সবকিছুই তার ইমেইলে পাঠাতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে! এমনকি ফ্রি প্ল্যানেও আছে এই সুবিধা!

যেকোনো সময় প্যাকেজ আপগ্রেড ডাউনগ্রেড এর সুযোগ
কোচসিসের কোনো বড় প্ল্যান যদি আপনি আজ কিনেন আর আগামীকাল মনে হয় সেই বড় প্যাকেজ থেকে ডাউনগ্রেড হয়ে ছোট প্ল্যানে যাবেন, তাহলে বিন্দুমাত্র চিন্তা না করে আপনি সেটা করতে পারেন। বড় প্ল্যানে পরিশোধ করা টাকা আপনার ছোট প্ল্যানে এডজাস্ট হয়ে যাবে। ঠিক একইভাবে ছোট প্ল্যান কিনেও যেকোনো সময়েই বড় প্ল্যানে আপগ্রেড করতে পারবেন।

হোয়াটসঅ্যাপে ইনস্ট্যান্ট সাপোর্ট
যেকোনো সময় যেকোনো ইস্যুতেই এডমিন বা স্টাফ হিসেবে সরাসরি কোচসিসের হোয়াটসঅ্যাপ বিজনেস একাউন্টে যেকোনো সাপোর্টের জন্য ম্যাসেজ দিতে পারবেন। কোচসিস সাপোর্ট টিম সবসময়েই আপনার পাশে। ফ্রি প্ল্যানে থাকা গ্রাহকেরাও কিন্তু এই সাপোর্টের বাইরে নয়!

নোটিফিকেশন ইচ্ছেমত কাস্টোমাইজ করতে পারার সুযোগ
কোচসিসে থাকা একুশটিরও বেশি বিভিন্ন ইভেন্টে এসএমএস ও ইমেইল ইন্টিগ্রেট করা আছে। সেসবের লেখার ফরম্যাট ইচ্ছেমতো কাস্টোমাইজ করার সুযোগ আছে। একইসাথে শর্টকোড এট্রিবিউট ব্যবহার করে যেকোনো ডাটা দেখানোর সুযোগ তো আছেই।
কোচসিস যন্ত্রের মতো কাজ না করে
মানবিক দিকটাও দেখে

ডিউ নোটিফিকেশন এর পাঠানোর সময়েও ফিল্টারিং এর সুযোগ
স্টুডেন্টদের ডিউ নোটিফিকেশন পাঠানোর সময় কোচসিসে এমন অপশন আছে যেখানে আপনি চাইলে গত ১ দিন বা ২ দিনের ভেতর কেউ কোনো পেমেন্ট করে থাকলে তার ডিউ থাকলেও তার কাছে নোটিফিকেশন যাবে না, এভাবে সেট করে দিতে পারেন

স্টুডেন্ট ডিউ থাকলে এক ক্লিকেই একাউন্ট ডিজেবল

পেইড প্ল্যানে সময় পার হওয়ার পরেও গ্রেস পিরিয়ড
কোনো কারণে সাবস্ক্রিপশন ফি পে করতে দেরি হতেই পারে। কোচসিস সেটা বুঝে বলেই পেইড প্ল্যানের পেমেন্টের সময় পেরিয়ে গেলেও কিছু বাড়তি দিন গ্রেস পিরিয়ড আকারে সময় দেয়া হয়, শুধু সাবস্ক্রাইবারদের সম্মান দেখিয়েই।

শিক্ষকদের একাউন্ট থেকে ক্লাসভিত্তিক পেমেন্ট দেখার সুযোগ
শিক্ষকদের ভেতর যারা ক্লাসভিত্তিক পেমেন্ট পেয়ে থাকেন তারা ঠিক কোন ক্লাস নেয়ার জন্য কোন পেমেন্ট পেলেন সেটাও দেখতে পারেন তার টিচার একাউন্টে লগইন করে। প্রতিটা জেনারেটেড হওয়া বিলের সাথে যদি সেটা ক্লাসের জন্য জেনারেট করা বিল হয় তাহলে সেটা উল্লেখ থাকে, একইসাথে সেখানে ক্লাসের লিংক সহ দেয়া থাকে, চাইলেই যাচাই করে নিতে পারেন।

অনলাইন ক্লাসে স্বয়ংক্রিয় উপস্থিতি বাঁচায় সময়
অনলাইন লাইভ ক্লাসে এটেন্ডেন্স নিতেই একটা সময় চলে যায়, সেই সময় নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই কোচসিসে। আপনার মূল্যবান সময় বাঁচাতে যেকোনো স্টুডেন্ট ক্লাসে জয়েন করার সাথে সাথেই অটো এটেন্ডেন্স হয়ে যাবে।

মার্ক এন্ট্রিতে চাইলেও ভুল হতে দিবে না কারো
এক্সামের মার্ক এন্ট্রি করার সময় র্যাংকিং অটো হয়, এসএমএসও চলে যায়, এক্সাম রিপোর্টও হয়। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ যে চেকটা কোচসিস করে সেটা হচ্ছে চাইলেও মার্ক এন্ট্রিতে ভুল করতে দেয় না, যেমন সর্বোচ্চ মার্কের চেয়ে বেশি মার্ক চাইলেও দিতে পারেন না কেউ।
কোচসিসের যেসব ফিচার থাকে চোখের আড়ালে

দুরন্ত গতির সিডিএন ইন্টিগ্রেশন
কোচসিসের ব্যবহারকারীরা যে ধরনের ইন্টারনেট কানেকশনেই থাকুক না কেন, তারা যাতে দ্রুত গতিতে ব্যবহারের সুবিধা পায় সেটা নিশ্চিত করতে সিডিএন ইন্টিগ্রেট করা হয়েছে সবগুলো একাউন্টে, এমনকি ফ্রি একাউন্টেও। বিশ্বব্যাপী ২৫টিরও বেশি টায়ার-১ প্রিমিয়াম ডাটা সেন্টার এর ডিস্ট্রিবিউটেড এই সিডিএন নেটওয়ার্ক!

ব্যাকআপের দুশ্চিন্তাহীন
কোচসিস ব্যবহারকারীদের সমস্ত তথ্য দিনে ৫ বার ব্যাকআপ নেয়া হয় স্বয়ংক্রিয়ভাবে। তাই নিশ্চিন্তে থাকতে পারেন আপনার তথ্য হারানোর ঝুঁকির ব্যাপারে। এই অসাধারণ সুযোগ পায় এমনকি ফ্রি প্ল্যান ব্যবহারকারীরাও।

ব্র্যান্ডেড ইমেইল
কোচসিসের প্রতিটা ইভেন্টের সাথেই ইন্টিগ্রেট করে রাখা ইমেইল যে শুধু সম্পূর্ণ ফ্রি নয়, শুধু ইচ্ছেমতো কাস্টোমাইজ করা যায় তা-ই নয়, এমনকি সব ইমেইল ব্যবহারকারী কোচিং সেন্টারের নাম ও লোগোতে ব্র্যান্ডেড হয়েই তার শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে যায়। ব্র্যান্ডিং এর মত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের দেশে ছোট ও মাঝারি প্রতিষ্ঠানে প্রায়ই অবহেলা করা হয়, আমরা সেখানেও সমান নজর রেখেছি।

ইউজার একাউন্ট সিকিউরিটি
কোচসিসের সব এডমিন, শিক্ষার্থী, শিক্ষক, স্টাফ সবার প্রতিটা একাউন্ট এর পাসওয়ার্ড সম্পূর্ণ এনক্রিপ্টেড। কোনোভাবেই তা কারো জানার সুযোগ নেই। শুধু তা-ই নয় এসএসএল সার্টিফিকেট দিয়েও সম্পূর্ণ সিকিউরড। কোচসিস নিরাপত্তার ব্যাপারে ভাবে সবার আগে।

সবার জন্য এন্ড্রয়েড অ্যাপ
কোচসিসের রেগুলার আর প্রিমিয়াম সব প্যাকেজের সব গ্রাহকই নয়, এমনকি ফ্রি প্ল্যানের গ্রাহকেরাও এন্ড্রয়েড অ্যাপ ব্যবহার করতে পারেন। কোচসিসে একাউন্টে লগিন করা থাকলে, অ্যাপ এর স্প্ল্যাশ স্ক্রিনে ভেসে ওঠে তার কোচিং সেন্টারের লোগো! যেটা একেবারে পারসোনালাইজড অ্যাপ এর অনুভূতি এনে দেয় ব্যবহারকারীকে।

বিনামূল্যে অনন্ত সময় আপডেট পাওয়া
কোচসিস সবসময়ই চায় নিজেকে ছাড়িয়ে যেতে। তাই তার আপডেট একটি চলমান প্রক্রিয়া। কিছুদিন পরপরই আপডেট আসে, আর সেই আপডেটের জন্য কোনো গ্রাহককেই কোনো ধরনের পেমেন্ট করতে হয় না। শুধু মাসিক সাবস্ক্রিপশন ফি দিয়েই তারা নতুন সব ফিচার ব্যবহারের সুযোগ পান বছরের পর বছর।
যাদের জন্য কোচসিস

একাডেমিক কোচিং সেন্টার

প্রাইভেট ব্যাচ

ভার্সিটি/ মেডিকেল এডমিশন কোচিং

ডিফেন্স এডমিশন কোচিং

প্রফেশনাল স্কিল ট্রেনিং সেন্টার

বিসিএস/ব্যাংক জব কোচিং

ল্যাঙ্গুয়েজ স্কুল

জিআরই/জিম্যাট ট্রেনিং সেন্টার

কম্পিউটার ট্রেনিং সেন্টার

রিলিজিয়াস স্টাডিজ স্কুল

মিউজিক স্কুল

ড্রইং স্কুল

কালচারাল স্কুল (আবৃত্তি/বিতর্ক...)

কারাতে ক্লাব

স্পোর্টস একাডেমি

মেডিকেল ট্রেনিং সেন্টার

শেফ/কুকিং ট্রেনিং সেন্টার

ড্রাইভিং স্কুল

থিয়েটার ক্লাব

সেলাই প্রশিক্ষণ কেন্দ্র
কোচসিস ব্যবহারকারীরা যা বলছেন
"সেন্টার অব বিজনেস স্টাডিজ কোচিং নারায়ণগঞ্জ। যাত্রা শুরু ২০১৪ সাল থেকে। এখানে ইন্টার, অনার্স, ডিগ্রি, মাস্টার্সের কমার্সের সকল বিষয় পড়ানো হয়। অনেক গুলো সাবজেক্ট পড়ানোর পাশাপাশি অনেক স্টুডেন্ট সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা প্রায়ই সমস্যা দেখা দিতো। অনেক দিন যাবৎ চিন্তা করতেছিলাম এই সমস্যা গুলো কিভাবে সহজেই সমাধান করা যায়। প্রধান কয়েকটা সমস্যা তুলে ধরছি:
১। স্টুডেন্টদের বেতন হিসাব রাখা
২। প্রতিটা স্টুডেন্টকে আলাদা আলাদা এসএমএস দেয়া নোটিশ জানানো
৩। স্টুডেন্টদের অগ্রগতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা
এমন অনেক সমস্যা সমাধানে জটিলতা ও সময় সাপেক্ষ ছিলো। অনেকদিন পর সেই সমস্যার অবসান ঘটে।
২০২০ সালের এপ্রিল মাসে করোনা কালীন সময় আমার পথ চলা শুরু হয় কোচসিস এর সাথে ৩ বছর হলো কোচসিস এর সাথে আছি, এই ৩ বছরে তাদের কাজের দক্ষতা ও তাদের সাইটের প্রতিনিয়ত নতুন নতুন ফিচার আমাদের কোচিং এর কাজকে দিন দিন আরো সহজ করে তুলছে। এই জন্য কোচসিসকে জানাই অনেক অনেক ধন্যবাদ।"

মো: আতাউর রহমান, প্রতিষ্ঠাতা ও পরিচালক
সেন্টার অব বিজনেস স্টাডিজ কোচিং, নারায়ণগঞ্জ।
"করোনা আসার অনেক আগে থেকেই কোচসিস ব্যবহার করার কারণে অন্য অনেক কোচিং সেন্টার অনেক সমস্যায় পড়লেও আমরা সেসবের সম্মুখীন হইনি।
নিয়মিত অনলাইন পরীক্ষাগুলোর রেজাল্ট মেধাতালিকাসহ এসএমএস-এ সাথে সাথে দিচ্ছি। অনলাইনে পেমেন্ট নেয়ার পর এসএমএস নোটিফিকেশনে জানিয়ে দিচ্ছি। স্টুডেন্টরা নিজেরাই কোচসিসে লগিন করে লেকচার শিট পড়তে বা ডাউনলোড করে নিতে পারছে। করোনার মাঝে নতুন ফিচার হিসেবে এসেছে অনলাইন এডমিশন।
ধন্যবাদ কোচসিস। আশা করি এমন আরো অনেক নতুন ফিচার সামনে পাবো।"

মোঃ নাসির, ম্যানেজার,
রিজভী'স বায়োলজি এন্ড ডক্টর রিজভী'স মেডিকেল প্রজেক্ট, চট্টগ্রাম।
আমি দীর্ঘ ৩ বছর যাবত আমার প্রতিষ্ঠানে কোচসিস ব্যবহার করছি। ২০১২ থেকে ২০২০ পর্যন্ত আমরা ম্যানুয়ালি বা এক্সেলের মাধ্যমে স্টুডেন্টদের ডাটা ম্যানেজ করতাম।
ফেসবুক এডের মাধ্যমে আমি কোচসিস সম্বন্ধে জানি এবং এদের ডেমো সাইট আমার ভাল লাগে। এরপর থেকে আমরা কোচসিস ব্যবহার করছি। এই পর্যন্ত আমি কোচসিস ব্যবহার করার কারণে অসাধারণ কিছু ফিডব্যাক পেয়েছি। কোচসিসে স্টুডেন্টদের প্রবেশের ইন্টারফেস থাকার কারণে স্টুডেন্ট বা গার্ডিয়ানরা তাদের বাসায় বসে যে তথ্যটা পায় সেটা আমার কাছে অসাধারণ লেগেছে।
আর কোচসিস কিছু দিন পর পর যে আপডেট ফিচারগুলো নিয়ে আসে ওগুলোও আমার ভাল লাগে। সবচেয়ে ভাল লাগার বিষয় হচ্ছে, কোচসিসের ডেভেলপারেরা অনেক ভাল কাজ করে এবং আমাদের চাহিদা অনুযায়ী কাজ করে।

ইমন চৌধুরী,পরিচালক,
বড়ইতলী কম্পিউটার ট্রেনিং সেন্টার, চকরিয়া, কক্সবাজার।