fbpx

কোচসিস, দ্য ফিজিটাল বিটুবি এডটেক প্ল্যাটফর্ম

গড়ে তুলুন আপনার
স্মার্ট কোচিং সেন্টার

কোচসিস পৌঁছে গেছে

১৪

জেলায়

৭৩

প্রতিষ্ঠানে

১,০৫,১৭৫

শিক্ষার্থীর কাছে

*এই তথ্য সর্বশেষ আপডেট করা হয়েছে ২০ অক্টোবর, ২০২৩

যারা বেছে নিয়েছেন কোচসিস

1 2
বিসিএস পরিক্রমা
9 1
নেক্সটপ ইউএসএ
7 1
রিফ্লেক্স মেডিকেল এডমিশন
4 2
বাঁশখালী কম্পিউটার একাডেমি
21
বড়ইতলী কম্পিউটার
9 2
ক্যারিয়ার ক্যাডেট কোচিং

কোচসিস প্রস্তুত আপনার চাহিদার সব ফিচার নিয়ে

feature 24

সবার নিজস্ব একাউন্ট ও ড্যাশবোর্ড

কোচসিস শুধুমাত্র এডমিনদের জন্য নয়। কোচসিস প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর জন্য, সকল শিক্ষকদের এবং স্টাফদের জন্যেও। প্রত্যেকেই লগইন করে নিজেদের প্রয়োজনীয় তথ্য দেখার বা কাজ করার সুযোগ পান।

ফিজিটাল এডটেক প্ল্যাটফর্ম

কোচসিস তৈরি করা হয়েছে ফিজিক্যাল কোচিং ও ডিজিটাল (অনলাইন ভার্চুয়াল) কোচিং দুটোকে সামনে রেখেই। আপনার কোচিং সেন্টারের সব কার্যক্রম আপনি অফলাইনে চালান কিংবা অনলাইনে চালান কিংবা দুই মাধ্যমেই চালান কিংবা কিছু অনলাইনে আর কিছু অফলাইনে চালান, সবকিছুর জন্যেই উপযোগী কোচসিস। আর তাই আমরা বলি কোচসিস একটি বিটুবি ফিজিটাল এডটেক প্ল্যাটফর্ম।

feature 01 1
feature 03

ভর্তি ব্যবস্থাপনা

কোচসিস আপনার ভর্তি কার্যক্রমকে করবে সহজতর। শিক্ষার্থীরা অনলাইনেই আবেদন করতে পারবে। আর আপনার কাজ হবে শুধু এপ্রুভ বা রিজেক্ট করা। আবার আপনি নিজেও চাইলে সব তথ্য দিয়ে ভর্তি করাতে পারবেন।

নোটিফিকেশন

কোচসিসের প্রায় ২০টিরও বেশি ইভেন্টের সাথে ইন্টিগ্রেট করা আছে এসএমএস ও ইমেইল নোটিফিকেশন। অনলাইনে লাইভ ক্লাস শুরু হওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাওয়ার মত ফিচার থেকে শুরু করে শিক্ষার্থীদের ভর্তি, পেমেন্ট, পরীক্ষার মার্ক কিংবা নোটিশেও চলে যাবে নোটিফিকেশন। শুধু তা-ই নয়, চাইলে সেসব নিজেদের মত করে কাস্টোমাইজ করে নেয়ার সুযোগও আছে এখানে।

feature 04
feature 05

এক ক্লিকেই যত কাজ

কোচসিসের মূল লক্ষ্য আপনার প্রতিদিনের কাজের ঝামেলা কমানো যাতে আপনি আরো বেশি সময় দিতে পারেন আপনার কোচিং এর গুণগত মান উন্নয়নে। আর তাই অনেক সময়ক্ষেপণকারী কাজই হয়ে যায় এক ক্লিকে।

পরীক্ষার ফলাফল

কোন পরীক্ষায় কে কত পেলো সেটা প্রত্যেকের একাউন্টে চলে যাবে মুহূর্তেই। প্রত্যেকেই যার যার ফলাফল দেখতে পাবে। আর নোটিফিকেশনে এই ইভেন্ট এনাবল থাকলে তো কথাই নেই। চলে যাবে যার যার মোবাইল নাম্বারে ও ইমেইলেও। সেখানে শিক্ষার্থীর নিজের মার্ক, সর্বোচ্চ মার্ক, তার মেধাতালিকায় অবস্থানের উল্লেখও থাকবে।

feature 06
feature 07

লাইভ ইন্টারএক্টিভ ক্লাস

কোচসিস এর ‘লাইভ ক্লাস’ ফিচার এর মাধ্যমে এখন আর ক্লাসরুমের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না পাঠদান। বিশ্বের যেকোনো প্রান্তে থাকা যে কেউই আপনার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হওয়ার সুযোগ পাবে। ইন্টারএকটিভ ক্লাসগুলোতে শধু দেখাই নয়, তারা কথাও বলতে পারবে। সাথে চলবে লাইভ চ্যাট। নেই লিংক বা পাসওয়ার্ড শেয়ারের ঝামেলা। ক্লাস শুরুর সাথে সাথেই শিক্ষার্থীরা তাদের ড্যাশবোর্ডে দেখতে পাবে ক্লাসে জয়েন করার লিংক।

আনলিমিটেড যত কিছু!

কোচসিস চায় আনলিমিটেড সম্ভাবনা তৈরি করে আপনার কোচিং গড়ে তুলতে ভূমিকা রাখতে

feature 08
feature 09

ব্যাচভিত্তিক যত কাজ

যেকোনো কোচিং সেন্টারে প্রতিটি কোর্সের আওতায় থাকে এক বা একাধিক ব্যাচ। কোচসিস কাজ করে এই ব্যাচের আওতায় থাকা সব কার্যক্রম এক সুতায় গেঁথে নিতে।

শিক্ষার্থী উপস্থিতি

লাইভ ক্লাসে শিক্ষার্থীরা অংশ নিলে তাদের উপস্থিতি স্বয়ংক্রিয়ভাবে নিয়ে নিবে কোচসিস। আর সাধারণ অফলাইন ক্লাসের ক্ষেত্রে কোনো এটেন্ডেন্স ডিভাইসের সাহায্য ছাড়াই সরাসরি কোচসিস থেকেই নেয়া যাবে প্রতিটা ক্লাসের উপস্থিতি যা আবার সাথে সাথে অভিভাবকের কাছে মোবাইল এসএমএস এর মাধ্যমে পাঠানোর সুযোগ। শুধু দৈনিক উপস্থিতিই নয়, মাসিক উপস্থিতির পূর্নাংগ রিপোর্টও এসএমএস-এ পাঠানোর সুযোগ আছে। আর শিক্ষার্থী বা অভিভাবক নিজের একাউন্টে লগইন করে যেকোনো সময়ের উপস্থিতির তথ্য দেখার সুযোগ তো আছেই।

feature 10
feature 11

শিক্ষার্থীদের জন্য কোচসিস

ভর্তির সাথে সাথেই শিক্ষার্থীদের নিজস্ব একাউন্ট তৈরি হয়ে যাবে।

অফিস স্টাফদের জন্য কোচসিস

কোচসিসে স্টাফদের জন্য একান্ত নিজস্ব টিচার্স পোর্টাল আছে। কোচসিস ব্যবহারকারী কোনো একাডেমির একজন স্টাফ তার একাউন্টে লগইন করে স্টাফ পোর্টালে তার কাজ সম্পর্কিত সব তথ্য এক জায়গায় পাবেন।

feature 13
feature 12

শিক্ষকদের জন্য কোচসিস

কোচসিসে শিক্ষকদের জন্য একান্ত নিজস্ব টিচার্স পোর্টাল আছে। কোচসিস ব্যবহারকারী কোনো একাডেমির একজন শিক্ষক তার একাউন্টে লগইন করে টিচার্স পোর্টালে তার সম্পর্কিত সব তথ্য এক পলকে দেখে নিতে পারেন।

কোর্স ম্যাটেরিয়াল শেয়ার

লেকচার শিটসহ যেকোনো কোর্স ম্যাটেরিয়াল এখন পড়া যাবে অনলাইনেই। কোর্স এবং ব্যাচ অনুযায়ী ওয়ার্ড বা ইমেজ বা পিডিএফ ফরম্যাটে আপ করে রাখা যাবে আর সে অনুযায়ী শিক্ষার্থীরা তাদের একাউন্টে লগইন করে পড়ার কিংবা ডাউনলোড করে নেয়ার সুযোগ পাবে।

feature 14
feature 15

ক্লাস শিডিউল

কোন দিন কোন ব্যাচের কোন ক্লাস তা আর বারবার বলার দরকার পড়বে না। এডমিন একবার ক্লাস শিডিউল তৈরি করে রাখলেই যেকোনো শিক্ষার্থী লগইন করে তার নিজের ব্যাচের শিডিউল দেখে নিতে পারবেন। শিক্ষকও চাইলে দেখে নিতে পারবেন তাকে কোন কোন ব্যাচের কী কী ক্লাসে কখন এসাইন করা হয়েছে।

স্টক ম্যানেজমেন্ট

প্রতিষ্ঠানের ব্যবহার্য জিনিসপত্র থেকে শুরু করে শিক্ষার্থীদের জন্য দেয়া উপহার সামগ্রী ও বিক্রয়ের জন্য পণ্য সব কিছুরই স্টক রাখা যায় কোচসিসে। দেখা যায় কখন কত টাকায় কত পরিমাণ কেনা হয়েছিলো, কবে কতটুকু ব্যবহার করা হয়েছিলো, কবে কতটুকু বিক্রি করা হয়েছিলো, বর্তমান পরিমাণ – সবকিছুই।

feature 16
feature 17

আয়-ব্যয় ব্যবস্থাপনা

কে কোন কোর্সে ভর্তি হওয়ার সময় ভর্তি ফি কত দিয়েছিলো, কত বাকি ছিল, পরে কত ধাপে কত টাকা দিয়েছে। আবার মাসিক বেতন হলে সেখানেও কোন মাসে কে কত দিয়েছিলো, টোটাল ডিউ এখন কত, তার একেবারে পুঙ্খানুপুঙ্খ হিসাব থাকবে এখানে। শিক্ষার্থীরা চাইলে তাদের একাউন্টে লগইন করে তাদের নিজেদের হিসেব দেখে নিতে পারবেন। সুতরাং, আর ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না। শুধু তা-ই না, শিক্ষকেরাও কে কোন ক্লাসের জন্য কত পেতেন, মোট কত পাওনা ছিল, আর পেয়েছেন কত সেসবও শিক্ষকেরা তাদের নিজেদের একাউন্টে লগইন করে দেখতে পাবেন। এমন কোনো কিছু কোনো কোচিং বা ট্রেনিং সেন্টার কর্তৃপক্ষ ভাবেনি আগে!

বিস্তারিত রিপোর্ট

আয় ব্যয় এর রিপোর্টের মধ্যেই সীমাবদ্ধ নেই রিপোর্ট মডিউল। দেখা যাবে প্রতিটা শিক্ষার্থীর বিস্তারিত অর্থনৈতিক, ফলাফল, উপস্থিতি ও ব্যক্তিগত তথ্য। পাশাপাশি আছে শিক্ষক ও কর্মচারিদের প্রত্যেকের বিস্তারিত রিপোর্ট। এসএমএস এর বিস্তারিত রিপোর্টও আছে। আছে সার্ভারের ব্যবহৃত স্পেসের রিপোর্টও।

feature 18
feature 23

ডিজিটাল মার্কেটিং

কোচসিস শুধুমাত্র এডমিনদের জন্য নয়। কোচসিস প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর জন্য, সকল শিক্ষকদের জন্যেও। প্রত্যেকেই লগইন করে নিজেদের প্রয়োজনীয় তথ্য দেখার বা কাজ করার সুযোগ পান। শুধু তা-ই নয়, সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং ও ট্রেনিং সেন্টার এর কার্যক্রম চালানো যায় কোচসিসে আর তাই বলা যায়, “সবার জন্য কোচসিস”।

সাপোর্ট

কোচসিস শুধুমাত্র এডমিনদের জন্য নয়। কোচসিস প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর জন্য, সকল শিক্ষকদের জন্যেও। প্রত্যেকেই লগইন করে নিজেদের প্রয়োজনীয় তথ্য দেখার বা কাজ করার সুযোগ পান। শুধু তা-ই নয়, সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং ও ট্রেনিং সেন্টার এর কার্যক্রম চালানো যায় কোচসিসে আর তাই বলা যায়, “সবার জন্য কোচসিস”।
feature 20
feature 19

এন্ড্রয়েড অ্যাপ

কোচসিস শুধুমাত্র এডমিনদের জন্য নয়। কোচসিস প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর জন্য, সকল শিক্ষকদের জন্যেও। প্রত্যেকেই লগইন করে নিজেদের প্রয়োজনীয় তথ্য দেখার বা কাজ করার সুযোগ পান। শুধু তা-ই নয়, সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং ও ট্রেনিং সেন্টার এর কার্যক্রম চালানো যায় কোচসিসে আর তাই বলা যায়, “সবার জন্য কোচসিস”।

ব্র্যান্ডিং

ব্র্যান্ডিং এর মত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের দেশে ছোট ও মাঝারি প্রতিষ্ঠানে প্রায়ই অবহেলা করা হয়, আমরা সেখানেও সমান নজর রেখেছি।

feature 21
feature 22

অন্যান্য

কোচসিস শুধুমাত্র এডমিনদের জন্য নয়। কোচসিস প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর জন্য, সকল শিক্ষকদের জন্যেও। প্রত্যেকেই লগইন করে নিজেদের প্রয়োজনীয় তথ্য দেখার বা কাজ করার সুযোগ পান। শুধু তা-ই নয়, সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং ও ট্রেনিং সেন্টার এর কার্যক্রম চালানো যায় কোচসিসে আর তাই বলা যায়, “সবার জন্য কোচসিস”।

কোচসিস আপনার কষ্ট বুঝে, তাই...

prize 1

ফ্রি প্ল্যান ব্যবহার এর সুযোগ আজীবনের জন্য

কোচসিসের ফ্রি প্ল্যান কিন্তু সাময়িক ফ্রি ট্রায়াল নয়, এটি আজীবনের জন্যেই ফ্রি ব্যবহার করতে পারার মত প্ল্যান। যদি স্টুডেন্ট লিমিট ক্রস না করে, তাহলে যেকোনো কোচিং সেন্টার আজীবনের জন্যেই ফ্রি প্ল্যান ব্যবহার করতে পারবে নিশ্চিন্তে।

man

শুধুমাত্র এক্টিভ স্টুডেন্ট একাউন্ট হয় কাউন্ট!

কোচসিস এর প্ল্যানের অন্যতম প্রধান লিমিট শিক্ষার্থী সংখ্যা। সেখানেও শুধু হিসেব করা হয় আপনার এক্টিভ স্টুডেন্টদের। যেসব স্টুডেন্ট আপনার কোচিং সেন্টারে এখন নেই, তাদের একাউন্ট ডিএক্টিভ করে দিলেই তাদেরকে আর হিসেবে ধরবে না কোচসিস! তার মানে আজীবন ধরেই সব স্টুডেন্টদের ডাটা আপনি রেখে দিতে পারেন। আর সেসবের জন্যেও কোনো টাকাই দিতে হচ্ছে না আক্ষরিক অর্থেই।

business card

একজন স্টুডেন্ট এর একাধিক এডমিশনকে এক হিসেব করা!

শুধু এক্টিভ স্টুডেন্টকেই যে হিসেব করা হয় তা নয়, কোচসিস একজন স্টুডেন্ট এর মাল্টিপল এডমিশনকেও একজন স্টুডেন্ট হিসেবেই ধরে। তার মানে একজন স্টুডেন্ট যদি আপনার কোচিং সেন্টারে পাঁচটি আলাদা কোর্সেও ভর্তি হয়, তাহলে সেখানে কাউন্ট করা হবে শুধু ঐ স্টুডেন্টকেই অর্থাৎ পাঁচ নয়, এক।

infinity

আনলিমিটেড এডমিন, টিচার, স্টাফ একাউন্ট

কোচসিস যে শুধুমাত্র এক্টিভ স্টুডেন্টদের লিমিট কাউন্ট করে, আর ডিএক্টিভেটেড স্টুডেন্টদের সব ডাটা সম্পূর্ণ ফ্রিতে রাখতে দেয়, তা-ই নয়। বরং ইচ্ছে মতো এডমিন একাউন্ট, টিচার একাউন্ট, স্টাফ একাউন্টও তৈরি করতে দেয়। এবং কোনো কোচসিস প্ল্যানেই এদের কোনো লিমিট রাখা হয়নি। এমনকি ফ্রি প্ল্যানেও এই লিমিট নেই!

domain 1

আনলিমিটেড কোর্স আর ব্যাচ

কোর্স সংখ্যা, ব্যাচ সংখ্যা সবই আনলিমিটেড করা যায় কোচসিসে, এমনকি ফ্রি প্ল্যানেও। আপনি চাইলে যেকোনো সংখ্যক কোর্স তৈরি করতে পারেন, ব্যাচ পড়াতে পারেন। কোচসিস চায় আপনার কোচিং সেন্টার বড় হয়ে উঠুক বিধিনিষেধ এর বেড়াজাল ছিঁড়ে।

email 1

সম্পূর্ণ ফ্রি ইমেইল নোটিফিকেশন

প্রতিটা ইভেন্টের সাথেই এসএমএস আর ইমেইল ইন্টিগ্রেট করা আছে কোচসিসে। আর সবগুলো ইমেইলই সম্পূর্ণ ফ্রি। অর্থাৎ আপনার কোচিং সেন্টারের স্টুডেন্টদের নোটিশ দিন বা রেজাল্ট দিন কিংবা পেমেন্ট এর নোটিফিকেশন দিন। এর সবকিছুই তার ইমেইলে পাঠাতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে! এমনকি ফ্রি প্ল্যানেও আছে এই সুবিধা!

cogwheel

যেকোনো সময় প্যাকেজ আপগ্রেড ডাউনগ্রেড এর সুযোগ

কোচসিসের কোনো বড় প্ল্যান যদি আপনি আজ কিনেন আর আগামীকাল মনে হয় সেই বড় প্যাকেজ থেকে ডাউনগ্রেড হয়ে ছোট প্ল্যানে যাবেন, তাহলে বিন্দুমাত্র চিন্তা না করে আপনি সেটা করতে পারেন। বড় প্ল্যানে পরিশোধ করা টাকা আপনার ছোট প্ল্যানে এডজাস্ট হয়ে যাবে। ঠিক একইভাবে ছোট প্ল্যান কিনেও যেকোনো সময়েই বড় প্ল্যানে আপগ্রেড করতে পারবেন।

whatsapp 1

হোয়াটসঅ্যাপে ইনস্ট্যান্ট সাপোর্ট

যেকোনো সময় যেকোনো ইস্যুতেই এডমিন বা স্টাফ হিসেবে সরাসরি কোচসিসের হোয়াটসঅ্যাপ বিজনেস একাউন্টে যেকোনো সাপোর্টের জন্য ম্যাসেজ দিতে পারবেন। কোচসিস সাপোর্ট টিম সবসময়েই আপনার পাশে। ফ্রি প্ল্যানে থাকা গ্রাহকেরাও কিন্তু এই সাপোর্টের বাইরে নয়!

alert

নোটিফিকেশন ইচ্ছেমত কাস্টোমাইজ করতে পারার সুযোগ

কোচসিসে থাকা একুশটিরও বেশি বিভিন্ন ইভেন্টে এসএমএস ও ইমেইল ইন্টিগ্রেট করা আছে। সেসবের লেখার ফরম্যাট ইচ্ছেমতো কাস্টোমাইজ করার সুযোগ আছে। একইসাথে শর্টকোড এট্রিবিউট ব্যবহার করে যেকোনো ডাটা দেখানোর সুযোগ তো আছেই।

কোচসিস যন্ত্রের মতো কাজ না করে
মানবিক দিকটাও দেখে

payday

ডিউ নোটিফিকেশন এর পাঠানোর সময়েও ফিল্টারিং এর সুযোগ

স্টুডেন্টদের ডিউ নোটিফিকেশন পাঠানোর সময় কোচসিসে এমন অপশন আছে যেখানে আপনি চাইলে গত ১ দিন বা ২ দিনের ভেতর কেউ কোনো পেমেন্ট করে থাকলে তার ডিউ থাকলেও তার কাছে নোটিফিকেশন যাবে না, এভাবে সেট করে দিতে পারেন

delete account

স্টুডেন্ট ডিউ থাকলে এক ক্লিকেই একাউন্ট ডিজেবল

ডিউ নোটিফিকেশন পাঠানোর সময় যেভাবে কোন স্টুডেন্ট এর ডিউ আছে আর কার ডিউ নেই সেটা দেখতে হচ্ছে না, ঠিক একইভাবে যাদের ডিউ আছে তাদের লগইন এক্সেস বন্ধ করার জন্যেও সময় নষ্ট করে সবাইকে এক এক করে চেক করার প্রয়োজন নেই। এক ক্লিকেই যাদের ডিউ আছে তাদের সবার একাউন্ট ডিএক্টিভ করার সুযোগ আছে কোচসিসে, যেটা বাঁচিয়ে দিবে আপনার মূল্যবান সময়।
late payment

পেইড প্ল্যানে সময় পার হওয়ার পরেও গ্রেস পিরিয়ড

কোনো কারণে সাবস্ক্রিপশন ফি পে করতে দেরি হতেই পারে। কোচসিস সেটা বুঝে বলেই পেইড প্ল্যানের পেমেন্টের সময় পেরিয়ে গেলেও কিছু বাড়তি দিন গ্রেস পিরিয়ড আকারে সময় দেয়া হয়, শুধু সাবস্ক্রাইবারদের সম্মান দেখিয়েই।

schedule

শিক্ষকদের একাউন্ট থেকে ক্লাসভিত্তিক পেমেন্ট দেখার সুযোগ

শিক্ষকদের ভেতর যারা ক্লাসভিত্তিক পেমেন্ট পেয়ে থাকেন তারা ঠিক কোন ক্লাস নেয়ার জন্য কোন পেমেন্ট পেলেন সেটাও দেখতে পারেন তার টিচার একাউন্টে লগইন করে। প্রতিটা জেনারেটেড হওয়া বিলের সাথে যদি সেটা ক্লাসের জন্য জেনারেট করা বিল হয় তাহলে সেটা উল্লেখ থাকে, একইসাথে সেখানে ক্লাসের লিংক সহ দেয়া থাকে, চাইলেই যাচাই করে নিতে পারেন।

attendance

অনলাইন ক্লাসে স্বয়ংক্রিয় উপস্থিতি বাঁচায় সময়

অনলাইন লাইভ ক্লাসে এটেন্ডেন্স নিতেই একটা সময় চলে যায়, সেই সময় নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই কোচসিসে। আপনার মূল্যবান সময় বাঁচাতে যেকোনো স্টুডেন্ট ক্লাসে জয়েন করার সাথে সাথেই অটো এটেন্ডেন্স হয়ে যাবে।

document

মার্ক এন্ট্রিতে চাইলেও ভুল হতে দিবে না কারো

এক্সামের মার্ক এন্ট্রি করার সময় র‍্যাংকিং অটো হয়, এসএমএসও চলে যায়, এক্সাম রিপোর্টও হয়। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ যে চেকটা কোচসিস করে সেটা হচ্ছে চাইলেও মার্ক এন্ট্রিতে ভুল করতে দেয় না, যেমন সর্বোচ্চ মার্কের চেয়ে বেশি মার্ক চাইলেও দিতে পারেন না কেউ।

কোচসিসের যেসব ফিচার থাকে চোখের আড়ালে​

shared

দুরন্ত গতির সিডিএন ইন্টিগ্রেশন

কোচসিসের ব্যবহারকারীরা যে ধরনের ইন্টারনেট কানেকশনেই থাকুক না কেন, তারা যাতে দ্রুত গতিতে ব্যবহারের সুবিধা পায় সেটা নিশ্চিত করতে সিডিএন ইন্টিগ্রেট করা হয়েছে সবগুলো একাউন্টে, এমনকি ফ্রি একাউন্টেও। বিশ্বব্যাপী ২৫টিরও বেশি টায়ার-১ প্রিমিয়াম ডাটা সেন্টার এর ডিস্ট্রিবিউটেড এই সিডিএন নেটওয়ার্ক!

backup

ব্যাকআপের দুশ্চিন্তাহীন

কোচসিস ব্যবহারকারীদের সমস্ত তথ্য দিনে ৫ বার ব্যাকআপ নেয়া হয় স্বয়ংক্রিয়ভাবে। তাই নিশ্চিন্তে থাকতে পারেন আপনার তথ্য হারানোর ঝুঁকির ব্যাপারে। এই অসাধারণ সুযোগ পায় এমনকি ফ্রি প্ল্যান ব্যবহারকারীরাও।

email 1 1

ব্র্যান্ডেড ইমেইল

কোচসিসের প্রতিটা ইভেন্টের সাথেই ইন্টিগ্রেট করে রাখা ইমেইল যে শুধু সম্পূর্ণ ফ্রি নয়, শুধু ইচ্ছেমতো কাস্টোমাইজ করা যায় তা-ই নয়, এমনকি সব ইমেইল ব্যবহারকারী কোচিং সেন্টারের নাম ও লোগোতে ব্র্যান্ডেড হয়েই তার শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে যায়। ব্র্যান্ডিং এর মত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের দেশে ছোট ও মাঝারি প্রতিষ্ঠানে প্রায়ই অবহেলা করা হয়, আমরা সেখানেও সমান নজর রেখেছি।

user

ইউজার একাউন্ট সিকিউরিটি

কোচসিসের সব এডমিন, শিক্ষার্থী, শিক্ষক, স্টাফ সবার প্রতিটা একাউন্ট এর পাসওয়ার্ড সম্পূর্ণ এনক্রিপ্টেড। কোনোভাবেই তা কারো জানার সুযোগ নেই। শুধু তা-ই নয় এসএসএল সার্টিফিকেট দিয়েও সম্পূর্ণ সিকিউরড। কোচসিস নিরাপত্তার ব্যাপারে ভাবে সবার আগে।

mobile device

সবার জন্য এন্ড্রয়েড অ্যাপ

কোচসিসের রেগুলার আর প্রিমিয়াম সব প্যাকেজের সব গ্রাহকই নয়, এমনকি ফ্রি প্ল্যানের গ্রাহকেরাও এন্ড্রয়েড অ্যাপ ব্যবহার করতে পারেন। কোচসিসে একাউন্টে লগিন করা থাকলে, অ্যাপ এর স্প্ল্যাশ স্ক্রিনে ভেসে ওঠে তার কোচিং সেন্টারের লোগো! যেটা একেবারে পারসোনালাইজড অ্যাপ এর অনুভূতি এনে দেয় ব্যবহারকারীকে।

system update

বিনামূল্যে অনন্ত সময় আপডেট পাওয়া

কোচসিস সবসময়ই চায় নিজেকে ছাড়িয়ে যেতে। তাই তার আপডেট একটি চলমান প্রক্রিয়া। কিছুদিন পরপরই আপডেট আসে, আর সেই আপডেটের জন্য কোনো গ্রাহককেই কোনো ধরনের পেমেন্ট করতে হয় না। শুধু মাসিক সাবস্ক্রিপশন ফি দিয়েই তারা নতুন সব ফিচার ব্যবহারের সুযোগ পান বছরের পর বছর।

যাদের জন্য কোচসিস

5310672

একাডেমিক কোচিং সেন্টার

teachings

প্রাইভেট ব্যাচ

graduation

ভার্সিটি/ মেডিকেল এডমিশন কোচিং

defence

ডিফেন্স এডমিশন কোচিং

company

প্রফেশনাল স্কিল ট্রেনিং সেন্টার

bank

বিসিএস/ব্যাংক জব কোচিং

languages

ল্যাঙ্গুয়েজ স্কুল

test

জিআরই/জিম্যাট ট্রেনিং সেন্টার

elearning

কম্পিউটার ট্রেনিং সেন্টার

koran

রিলিজিয়াস স্টাডিজ স্কুল

music note

মিউজিক স্কুল

color palette

ড্রইং স্কুল

5310672

কালচারাল স্কুল (আবৃত্তি/বিতর্ক...)

karate

কারাতে ক্লাব

sports

স্পোর্টস একাডেমি

monitoring 1

মেডিকেল ট্রেনিং সেন্টার

cooking

শেফ/কুকিং ট্রেনিং সেন্টার

hands

ড্রাইভিং স্কুল

masks

থিয়েটার ক্লাব

sewing machine

সেলাই প্রশিক্ষণ কেন্দ্র

কোচসিস ব্যবহারকারীরা যা বলছেন

"সেন্টার অব বিজনেস স্টাডিজ কোচিং নারায়ণগঞ্জ। যাত্রা শুরু ২০১৪ সাল থেকে। এখানে ইন্টার, অনার্স, ডিগ্রি, মাস্টার্সের কমার্সের সকল বিষয় পড়ানো হয়। অনেক গুলো সাবজেক্ট পড়ানোর পাশাপাশি অনেক স্টুডেন্ট সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা প্রায়ই সমস্যা দেখা দিতো। অনেক দিন যাবৎ চিন্তা করতেছিলাম এই সমস্যা গুলো কিভাবে সহজেই সমাধান করা যায়। প্রধান কয়েকটা সমস্যা তুলে ধরছি:
১। স্টুডেন্টদের বেতন হিসাব রাখা
২। প্রতিটা স্টুডেন্টকে আলাদা আলাদা এসএমএস দেয়া নোটিশ জানানো
৩। স্টুডেন্টদের অগ্রগতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা
এমন অনেক সমস্যা সমাধানে জটিলতা ও সময় সাপেক্ষ ছিলো। অনেকদিন পর সেই সমস্যার অবসান ঘটে।
২০২০ সালের এপ্রিল মাসে করোনা কালীন সময় আমার পথ চলা শুরু হয় কোচসিস এর সাথে ৩ বছর হলো কোচসিস এর সাথে আছি, এই ৩ বছরে তাদের কাজের দক্ষতা ও তাদের সাইটের প্রতিনিয়ত নতুন নতুন ফিচার আমাদের কোচিং এর কাজকে দিন দিন আরো সহজ করে তুলছে। এই জন্য কোচসিসকে জানাই অনেক অনেক ধন্যবাদ।"

1 removebg preview

মো: আতাউর রহমান, প্রতিষ্ঠাতা ও পরিচালক

সেন্টার অব বিজনেস স্টাডিজ কোচিং, নারায়ণগঞ্জ।

"করোনা আসার অনেক আগে থেকেই কোচসিস ব্যবহার করার কারণে অন্য অনেক কোচিং সেন্টার অনেক সমস্যায় পড়লেও আমরা সেসবের সম্মুখীন হইনি।

নিয়মিত অনলাইন পরীক্ষাগুলোর রেজাল্ট মেধাতালিকাসহ এসএমএস-এ সাথে সাথে দিচ্ছি। অনলাইনে পেমেন্ট নেয়ার পর এসএমএস নোটিফিকেশনে জানিয়ে দিচ্ছি। স্টুডেন্টরা নিজেরাই কোচসিসে লগিন করে লেকচার শিট পড়তে বা ডাউনলোড করে নিতে পারছে। করোনার মাঝে নতুন ফিচার হিসেবে এসেছে অনলাইন এডমিশন।

ধন্যবাদ কোচসিস। আশা করি এমন আরো অনেক নতুন ফিচার সামনে পাবো।"

2 removebg preview

মোঃ নাসির, ম্যানেজার,

রিজভী'স বায়োলজি এন্ড ডক্টর রিজভী'স মেডিকেল প্রজেক্ট, চট্টগ্রাম।

আমি দীর্ঘ ৩ বছর যাবত আমার প্রতিষ্ঠানে কোচসিস ব্যবহার করছি। ২০১২ থেকে ২০২০ পর্যন্ত আমরা ম্যানুয়ালি বা এক্সেলের মাধ্যমে স্টুডেন্টদের ডাটা ম্যানেজ করতাম।

ফেসবুক এডের মাধ্যমে আমি কোচসিস সম্বন্ধে জানি এবং এদের ডেমো সাইট আমার ভাল লাগে। এরপর থেকে আমরা কোচসিস ব্যবহার করছি। এই পর্যন্ত আমি কোচসিস ব্যবহার করার কারণে অসাধারণ কিছু ফিডব্যাক পেয়েছি। কোচসিসে স্টুডেন্টদের প্রবেশের ইন্টারফেস থাকার কারণে স্টুডেন্ট বা গার্ডিয়ানরা তাদের বাসায় বসে যে তথ্যটা পায় সেটা আমার কাছে অসাধারণ লেগেছে।

আর কোচসিস কিছু দিন পর পর যে আপডেট ফিচারগুলো নিয়ে আসে ওগুলোও আমার ভাল লাগে। সবচেয়ে ভাল লাগার বিষয় হচ্ছে, কোচসিসের ডেভেলপারেরা অনেক ভাল কাজ করে এবং আমাদের চাহিদা অনুযায়ী কাজ করে।

3 removebg preview 1

ইমন চৌধুরী,পরিচালক,

বড়ইতলী কম্পিউটার ট্রেনিং সেন্টার, চকরিয়া, কক্সবাজার।

এতক্ষণ স্ক্রল করেও কোচসিস ব্যবহারে সিদ্ধান্ত নিতে পারছেন না?

আবার ফিচার দেখতে চাইলে...

নিজে ডেমো দেখতে চাইলে...

কোচসিস এক্সপার্টের সাহায্য নিয়ে ডেমো দেখতে চাইলে ফ্রি মিটিং বুক করুন